রাজধানী শহর আগরতলা কি দিন দিন চোরেদের আখড়ায় পরিনত হচ্ছে? শহরের বাসিন্দারা কি আদেও নিরাপদ? নাকি চেনা শহর ধীরে ধীরে হয়ে উঠছে অচেনা! চলে যাচ্ছে সমাজ বিরোধী ও চোরেদের দখলে? এ প্রশ্ন তুলছে শহরেরই বাসিন্দা থেকে শুরু করে রাজনৈতিক মহল। ফের রাজধানী থেকে আটক চোর। পুলিশ হেডকোয়াটার সংলগ্ন আখাউড়া রোড রামনগর এক নম্বর থেকে এক রড চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক চোর। ধৃতের নাম আবুল বিশ্বাস। অভিযুক্ত আটক করে মারধোর করে স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে টাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।ঘটনায় উদ্বিগ্ন জনগন। যে কাজ করার কথা পুলিশের সেই কাজ করছে জনগণ! এ নিয়ে উঠছেপ্রশ্ন। তাহলে প্রশাসন কি করছে? আদেও কি প্রশাসন শহরবাসীর নিরাপত্তা নিয়ে চিন্তিত? প্রশ্ন কিন্তু উঠছে? কিন্তু নেই কোন উত্তর।