ফের কন্টেইনার গাড়ি থেকে গাঁজা আটক!!
ফের কন্টেইনার গাড়ি থেকে উদ্ধার করা হল ৪৪৮ কেজি শুকনো গাঁজা ৷ ঘটনা মঙ্গলবার রাতে মুঙ্গিয়াকামি থানাধীন আসাম-আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল এলাকায় ৷ এদিন রাতে জাতীয় সড়কের উপর রুটিন মাফিক চেকিং এর সময় সন্দেহ বশত UP78DN0161 একটি কন্টেইনার গাড়িতে তল্লাশি চালায় পুলিশ ৷ গাড়ির গোপন কক্ষ থেকে ৪৯ প্যাকেট অর্থাৎ ৪৪৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ ৷ যার বাজার মূল্য আনুমানিক ৯০ লক্ষ টাকার উপর হবে বলে জানিয়েছেন পুলিশ ৷ সাথে আটক করা হয় অশোক রায় নামে বহিঃরাজ্যের কন্টেইনার গাড়ির চালককে ৷ আটককৃত গাঁজাগুলি সিধাই মোহনপুর থেকে গাড়িতে লোড করা হয়েছে ৷ যাচ্ছিলো বিহারের উদ্দেশ্যে ৷