রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে এবং রাজ্যবাসীকে স্বাস্থ্যকর ও সুরক্ষিত রাখতে আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সরকার রাজ্যের মুখ্য হাসপাতাল গুলোতে একদিকে যেমন অত্যাধুনিক চিকিৎসা ব্যাবস্থার সংস্থান করছে, তেমনি প্রান্তিক এলাকা গুলোতেও সাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে। কুমারঘাটের ফটিকরায় প্রাথমিক হাসপাতালের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি আরও বলেন,
আজ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি তেই সম্ভব হচ্ছে নিউরো সার্জারি, ওপেন-হার্ট সার্জারি, বাইপাস সার্জারি, এনজিওপ্লাস্টি সার্জারি, আর্থোস্কোপি সার্জারির মতো জটিল থেকে জটিলতর অপারেশন। যার জন্য আগের তুলনায় কমেছে বহিঃরাজ্যে রোগী স্থানান্তরের সংখ্যা। রোগী ও তাঁদের পরিজনদেরও রাজ্যের চিকিৎসকদের উপর ভরসা রাখতে হবে।