আজ সোমবার পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ৷ দিনটিকে রাজ্যের বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ এদিন সিপিআইএম দলের উদ্যোগে প্রতিটি জেলা ও উপ-জেলার দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে ৷ এছাড়া সিপিআইএম দলে রাজ্যের দলীয় কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন শেষে সিপিআইএম দলনেতা মানিক দে বলেন ‘সিপিআইএম দল সবসময় শ্রমীকদের স্বার্থের জন্যই চিন্তা করেন, তাই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্যই লড়াই করছে, আগামীদিনেও এই লড়াই অব্যাহত থাকবে’ ৷