প্লাস্টিক দূষণ হল পরিবেশ কর্তৃক প্লাস্টিক পদার্থের আহরণ যা পরবর্তীতে যে বন্যপ্রান, বন্যপ্রান আবাসস্থল, এমন কি মানবজাতীর উপর বিরুপ প্রভাব সৃষ্টি করে !!
এককালীন ব্যবহৃত প্লাস্টিকের ব্যবহার কমানোর লক্ষ্যে মঙ্গলবার মুক্তধারা অডিটোরিয়ামে এক কর্মশালা অনুষ্ঠিত হয় ৷
ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ব্যবস্থাপনায় নেতাজী বিদ্যানিকেতন এই কর্মশালার আয়োজন করেন ৷
এদিন এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ৷ কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ চেয়ারম্যান কে.এস শেঠী, এম বি বি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডঃ সুমন্ত চক্রবর্তী, নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের টিচার ইনচার্জ বর্ণালী মজুমদার, ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ সদস্য সচিব ডঃ বিশু কর্মকার প্রমুখ ৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বললেন,’দূষণ মানব জীবনকে সংকটময় করে তুলছে,কিন্ত এই কথা জানা সত্যেও আমরা দূষণ নিয়ন্ত্রণে সঠিক পদক্ষেপ সমূহ এড়িয়ে যাচ্ছি’ ৷ পরিদেশ দূষণ নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি ৷