কিছু দিন পূর্বে বাগবাসা মন্ডলের তপশিলি জাতি মোর্চার অন্যতম সদস্য সিপাল দাস প্রয়াত হন। রবিবার তাঁর পরিবারের সাথে দেখা করলেন বাগবাসার মন্ডল সভাপতি সুদীপ দেব সহ অনান্য কার্যকর্তারা। শ্রদ্ধা জানানোর পাশাপাশি কথা বলেন তাঁর পরিবারের সঙ্গে। আশ্বাস দেন পাশে থাকার।