প্রেমতলা এলাকার গ্রামবাসীরা ১৫ দিন ধরে জল পাচ্ছেন না ফলে বাধ্য হয়ে দশদা কাঞ্চনপুর মূল সড়ক অবরোধ করেন প্রেমতলা এলাকার গ্রামবাসীরা।।
উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত প্রেমতলা এলাকায় স্থানীয় গ্রামবাসীরা দীর্ঘ ১৫ দিন ধরে বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন না। প্রথমদিকে বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ থাকায় জল দিতে সমস্যা দেখায় পাম্প অপারেট জগদীশ নাথ।। পরে বিদ্যুৎ ব্যবস্থা ঠিকঠাক হলে পাম্প মেশিনটি নষ্ট হয়ে পড়ে বলে জানিয়েছেন অপারেটর জগদীশ নাথ।।
এদিকে জল সংকটে ডাইনছড়া গাওসভার অন্তর্গত প্রেমতলা এলাকার গ্রামবাসীরা।। এহেন পরিস্থিতিতে স্থানীয় মানুষের অভিযোগ অনুযায়ী জানা গিয়েছে DWS দপ্তরের গাফিলতিতে জল না পেয়ে বিপাকে পড়তে হয়েছে গ্রামবাসীদের।। ২৩ শে জুন শুক্রবার সকালে জল সংকট দূর করতে শেষ পর্যন্ত বাধ্য হয়ে দশদা কাঞ্চনপুর মূল সড়কের উপর ডানইছড়া গাওসভা স্থিত প্রেমতলা এলাকায় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা।। অবরোধকারীদের মধ্যে এক মহিলা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হবে না ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে।। দপ্তরের এহেন গাফিলতি শুধু প্রেমতলা এলাকায় ধরা পড়েনি কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন স্থানে এমনই সমস্যা দেখা দেয়।। গ্রামবাসীদের অভিযোগ বহুবার টেলিফোন করলেও DWS দপ্তরের কাছ থেকে কোন সদ উত্তর পায়নি গ্রামবাসীরা