প্রার্থী তালিকা প্রকাশ করলো তিপ্রামথা। প্রকাশিত তালিকা অনুযায়ী ২০ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হলেও, ২০টি জনজাতি সংরক্ষিত আসনের মধ্যে তিপ্রামথা মাত্র ১২ টি আসনে লড়াই করছে। বাকী ৮ টি আসনের মধ্যে ৬ টি সাধারণ আসন এবং ২ টি তপশিলি সংরক্ষিত আসন।
তপশিলি জনজাতি সংরক্ষিত যে ১২ টি আসনে তিপ্রামথা লড়াই করছে, সেগুলো হলো সিমনা,চড়িলাম,আশারামবাড়ি, কৃষ্ণপুর,বাগমা,শান্তিরবাজার,জোলাইবাড়ি,করবুক,আমবাসা, করমছড়া,ছামনু এবং পেচারথল। এছাড়া সাধারণ ও এস সি সংরক্ষিত আসন গুলি হলো, বক্সনগর,কল্যানপুর,ঋষ্যমুখ,অমরপুর,সুরমা,ফটিকরায়,
চন্ডীপুর এবং পানিসাগর