প্রার্থী তালিকা ঘোষণা করল প্রদেশ কংগ্রেস। মোট ১৭টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা AICC’র তরফে ঘোষণা করা হয়। ২ মোহনপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রশান্ত সেন চৌধুরী, ৪ বড়জলা সিস্টমোহন দাস, ৬ আগরতলা সুদীপ রায় বর্মণ, ৮ টাউন বড়দোয়ালী আশিষ কুমার সাহা, ৯ বনমালীপুর গোপাল রায়, ১০ মজলিশপুর কেশব সরকার, ১৪ বাধারঘাট রাজকুমার সরকার, ১৮ সূর্যমনিনগর সুশান্ত চক্রবর্তী, ১৯ চড়িলাম অশোক দেববর্মা, ২৮ তেলিয়ামুড়া অশোক কুমার বৈদ্য, ৩১ রাধাকিশোরপুর টিটন পাল, ৩২ মাতাবাড়ি প্রণজিত রায়, ৪৫ কমলপুর রুবি গোপ, ৪৮ করমছড়া দিবাচন্দ্র রাঙ্খল, ৫০ পাবিয়াছড়া সত্যবান দাস, ৫৩ কৈলাসহর বীরজিত সিনহা, ৫৬ ধর্মনগর চয়ন ভট্টাচার্যী।