গোমতী জেলার উদয়পুরের শালগড়ায় রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে নবনির্মিত প্রাইমারি মার্কেট স্টলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উদ্বোধনের পর বিভিন্ন স্ব-সহায়ক দলের সদস্যাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় এই অঞ্চলের স্ব-সহায়ক দলগুলিও কতটা লাভান্বিত হচ্ছেন তার চিত্র ফুটে উঠে তাঁদের মুখে। বর্তমানে নবনির্মিত গ্রামীণ বাজারের মাধ্যমে তাঁরা আরো বেশি পরিমাণে উপকৃত হবেন বলে আমি মনে করি।