প্রশ্ন পত্রে ভুল ! টেট পরীক্ষার্থীদের ডেপুটেশন।
২০২২ সালের টেট পরীক্ষার্থীরা ১০ই এপ্রিল সোমবার শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করেছেন ৷ তাদের অভিযোগ, টিআরবিটি যে প্রশ্ন পত্র করেছে, তাতে ২৩টি প্রশ্নই ত্রুটিযুক্ত প্রশ্ন ছিল ৷ তাদের অভিযোগ কিছু প্রশ্ন সিলেবাস বহির্ভূত করা হয়েছে এছাড়াও প্রশ্নপত্রে রয়েছে অনেক ভুল। সেগুলির মার্কস প্রদান করাই তাদের মূল দাবী ছিল ৷ কিন্ত বোর্ড মাত্র একটি কি দুটি ক্ষেত্রেই ত্রুটির কথা স্বীকার করে ৷ আর তাদের দাবি অনুযায়ী মার্ক দেয়নি । সেইজন্যই তারা সোমবার উত্তর পত্র পুনঃ মুল্যায়নের দাবীতে শিক্ষা ভবনের ডেপুটেশন প্রদান করেন ৷