প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র ‘মন কি বাত’ অনুষ্ঠানে বার বার উঠে এসেছে ত্রিপুরার নাম ৷
জৈব গ্রাম থেকে আপেল কুল চাষ, করোনা মহামারীর সময়ে বিভিন্ন মানুষকে সহায়তা থেকে শুরু করে পদ্মশ্রী সম্মাননা— বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব এবং অসামান্য অবদানের নিরিখে রাজ্যের বেশ কয়েকজন ব্যাক্তিত্ব পুরো দেশের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং প্রধানমন্ত্রী’র ‘মন কি বাত’ অনুষ্ঠানে স্থান পেয়েছেন ৷
রবিবার রাজভবনে মন কি বাত-১০০ তম সংস্করণ শোনার পর আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন সময়ে রাজ্য থেকে যাদের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় উঠে এসেছে এমন বিশিষ্ট ব্যাক্তিবর্গকে সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা ৷