প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা। প্রশাসনিক সুবিধা এবং উন্নয়নমূলক কাজের ছোঁয়া পৌঁছে যাচ্ছে গ্রামীণ জনপদেও। এমনই একজন সোনামুড়ার ধনপুর এলাকার অনিতা দেবনাথ। তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, পানীয়জল ও বিদ্যুতের সংযোগ, শৌচালয়, রান্নার গ্যাসের সংযোগ, বয়স্ক ভাতা সহ বিভিন্ন প্রশাসনিক সুবিধা পেয়েছেন। আজ প্রশাসনিক কর্মসূচিতে ধনপুর এসে অনিতা দেবনাথ ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করলেন মুখ্যমন্ত্রী।