১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হতে যাচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট ডেন্টাল মেডিকেল কলেজের। বৃহস্পতিবার ছাড়পত্র পাওয়ার পর সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা । মুখ্যমন্ত্রী বলেন, ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে ডিসেম্বরের ১২-১৩ তারিখ একটি প্রতিনিধি দল পরিকাঠামো খতিয়ে দেখে যায়। তারপর ১৪ তারিখে ইসি মিটিংয়ে এ প্রসঙ্গ উৎক্ষেপণ করা হয়। সেই ইসি মিটিংয়ে পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট হয়ে ফার্স্ট ইয়ার শুরু করার জন্য যা যা দরকার সব সুবিধাই রয়েছে বলে তারা মিনিস্ট্রি অফ হেলথ ডিপার্টমেন্টে রিপোর্ট প্রদান করেন। আজ ১৫ ডিসেম্বর মিনিস্ট্রি অফ হেলথ ডিপার্টমেন্ট থেকে সবুজ সংকেত আসায় এখন আর কোন বাধা রইল না ডেন্টাল কলেজ স্থাপনে। তিনি আরও জানিয়েছেন, এই ডেন্টাল কলেজটি হবে ৫০ সিটের এবং ডিগ্রি শেষ করার সময়সীমা হবে চার বছর। পরবর্তীতে সাড়ে চার বছর হওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এই ডেন্টাল কলেজটি পরিচালিত হবে। ১৫ শতাংশ সিট শেয়ার হবে ভারত সরকারের। বাকিগুলোর মধ্যে সাত আটটি সিট নর্থ ইস্টের যে সকল রাজ্যে ডেন্টাল কলেজ নেই তার জন্য সংরক্ষিত রাখা হবে। আর প্রায় ২৫ টা সিটের মত ভর্তির প্রক্রিয়া কি হবে তার জন্য কাউন্সিল গঠন করা হবে। কত শতাংশ নম্বর এবং কিসের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের মনোনয়ন করা হবে তার সিদ্ধান্ত নেবে এই কাউন্সিল। ২০২৪-২৫ সেশন থেকে শুরু হবে পঠনপাঠন। ভর্তি প্রক্রিয়া পরিচালনা করবেন নীট এবং ছাত্র-ছাত্রীদের থাকার জন্য হোস্টেলের ব্যবস্থাও থাকবে।