সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, পরিকাঠামো উন্নয়ন এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্র সবরকমের সাহায্যে করবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।