প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী আগরতলা। গোটা রাজধানীই এখন নিরাপত্তা বাহিনীর দখলে। শহরের বিভিন্ন জাইয়গায় করা হয়েছে নাকা পয়েন্ট। সেখানে গাড়ি থামিয়ে চলছে তল্লাশি। রাজধানীর বিভিন্ন হোটেল গুলিতে খোঁজ নিচ্ছেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। রেল স্টেশন মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। ভিআইপি রোড গুলিতে রয়েছে বাড়তি নিরাপত্তা কর্মী। ইন্ট্রিগেটেড কমান্ড কন্ট্রোল ইউনিট হতে চলছে শহরের নজরদারী। মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত গোটা রাস্তাটিতে নিরাপত্তা বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে।
স্বামী বিবেকানন্দ ময়দান পুরোপুরিভাবে কর্ডন করা হয়েছে। সিসিটিভির নজরদারিতে রয়েছে ময়দানটি। নিরাপত্তার দায়িত্বে এসপিজি টিম ও ত্রিপুরা পুলিশ।