ত্রিপুরা সফরে এসে একধিক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামী বিবেকানন্দ ময়দানে বক্তব্য রেখেছেন । তারই পরিপ্রেক্ষিতে সোমবার সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন রাজ্য তৃনমূলের সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। ২০১৮ সালে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটাও পালন করেন নি। কর্মচারীদের সেভেন পে কমিশন, রেগার মুজুরী বৃদ্ধি, ১০,৩২৩ এর চাকরিতে পুনর্বহাল, মিস কলে চাকরি, ইত্যাদি একটিও প্রতিশ্রুতি পালন করেননি। রবিবার রাজ্যে এসে এইসব নিয়ে একটি কথাও বলেন নি। যা কিছু উদ্বোধন করলেন সেগুলি পুরনো। ২০১৮ সালের আগে থেকেই রাজ্যে ছিলো।