প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বচ্ছ ভারত গড়ে তোলার উপর বিশেষ অগ্রাধিকার দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশিত দিশায় কাজ করার অঙ্গিকার নিয়েছে রাজ্য সরকারও। ইতিমধ্যে হাইওয়ে, রেল ,ইন্টারনেট পরিষেবা উন্নত করেছে রাজ্য। ডবল ইঞ্জিনের কাজ চলছে রাজ্যে। সাড়ে চারবছরে কেন্দ্রের সহযোগিতায় রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জোয়ার এসেছে। স্বচ্ছতা কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এমন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।