দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ডাক্তার মানিক সাহা। এছাড়া এদিন শপথ নেন সুশান্ত চৌধুরী রতন লাল নাথ, সান্তনা চাকমা, বিকাশ দেববর্মা, শুক্লাচরণ নোয়াতিয়া, সুধাংশু দাস, প্রণজিৎ সিংহ রায় এবং টিংকু রায়। শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডা।