আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। দুপুর ২টো বেজে ১৫ মিনিটে রাজ্যে অবতরন করবে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সেজে উঠেছে রাজধানী আগরতলা। এবার বালির ভাস্কর্য বানিয়ে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে ত্রিপুরা। রাজ্যের শিল্পীরা ছবি বালুশিল্পের মাধ্যমে ফুটিয়ে তুলছেন প্রধানমন্ত্রীর ছবি। বনমালিপুর কলেজটিলা সংলগ্ন এলাকায় এই ভাস্কর্য ফুটিয়ে তোলা হচ্ছে।