গত ৭ই এপ্রিল থেকে প্রতি বছরের ন্যায় এবারও উত্তর জেলার বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে শুরু হল মহিলা পরিচালিত ‘আগমনি পর্ব-২’ Grand Exhibition Cum Sale ৷ এই এক্সিবিশন চলবে ৭এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৷ দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে এই এক্সিবিশন।এই এক্সিবিশনে আছে শাড়ি, গয়না ও রকমারি খাওয়ার স্টল ।ফলে লাভবাণ হবে স্থানীয় কিছু মহিলারা ৷ গত বছরের ন্যায় এবছরও তাঁদের এই ব্যাবসার জন্য জায়গা করে দেওয়ার জন্য আনন্দিত স্থানীয় মহিলারা ৷