আবারো প্রতারণার শিকার বিশালগড় আমবাগান এলাকার বাসিন্দা দেবাশীষ দেবনাথ।
গত মাসের ৩১ তারিখ ওনার মোবাইলে ভুয়ো ফোন আসে, বলা হয় ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট থেকে কল করেছে এবং চাওয়া হয় ব্যাংক ডিটেলস। যথারীথি ব্যাংকের ডিটেলস ও ওটিপি দিয়ে দেন ওই ব্যক্তি।কিছু সময় পর যা দেখলেন তাতে চোখ কপালে ওঠার উপক্রম। একাউন্ট থেকে উধাও ৩৯,৯৯৯ টাকা । তারপর ব্যাঙ্কে যাওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ বলেন এফ আই আর করার কথা। উনি যথারীতি থানায় যান কিন্তু পুলিশ বাবুরা অসহায় অবস্থায় পেয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।