*প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর*
বর্তমানে তীব্র তাপ প্রবাহে পুড়ছে গোটা রাজ্য ৷ তীব্র গরম থেকে কিছু সময়ের জন্য হলেও স্বস্তি দিতে ভারতীয় জনতা পার্টি যুবমোর্চার উদ্যোগে পথচারীদের মধ্যে সরবত বিতরণ করা হয় ৷ ২০ই এপ্রিল, বৃহস্পতিবার রাজধানীর মঠচৌমুহনী বাজারে এই কর্মসূচী সংগঠিত করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন যুবমোর্চার সহ-সভাপতি বিকি প্রসাদ,আগরতলার পুর নিগমের মেয়র শ্রী দীপক মজুমদার সহ অন্যান্যরা ৷তীব্র দাবদাহ থেকে একটু স্বস্তি পেয়ে খুশি পথচারীরা ৷