১২ই এপ্রিল বুধবার প্রকাশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান করা হয় জয়নগর স্থিত আম্বেদকর বিদ্যাভনে। এই দিন আম্বেদকর বিদ্যাভনে উপস্থিত ছিলেন মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় তার পাশাপাশি উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী মহোদয়া সহ অন্যান্যরা। পাশাপাশি বরতলা মহাশশ্বানের ভেতরে যারা কাজ করে তাদের কেও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়।