“জনগনকে বিভ্রান্ত করে যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেখছেন, ২০২৩ শে তাদের স্বপ্নভঙ্গ হবে” । ত্রিপুরার জনগনের একমাত্র ভরসার পার্টি ভারতীয় জনতা পার্টি, এই পার্টি সব স্তরের জনগনের পার্টি। নাম না করে জোলাইবাড়ির জনসভা থেকে এভাবেই বাম-কংগ্রেসকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।