“শিক্ষা ও স্বাস্থ্যের মৌলিক অধিকারকে সমাজের অন্তিম ব্যাক্তি অব্দি পৌঁছে দেওয়াই আমাদের সরকারের অন্যতম প্রাধান্য। পেচারথলে একাধিক প্রকল্পের শিলান্যাস করে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। আজ পেচারথলে দ্বিতল স্কুল ভবন, অত্যাধুনিক বিদ্যালয় মাঠ, ১০ বেড বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। এছাড়া ৫০ সিট বিশিষ্ট জনজাতি ছাত্রী আবাসের দ্বারোদঘাটন হয়। পাশাপাশি আন্দারছড়া বুদ্ধ ঝর্ণা রোড ও সোলোনালা থেকে বাঘাইছড়া রাস্তার ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী