মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবার প্রথম পূর্বাশা পরিদর্শনে এলেন ডঃ মানিক সাহা। সার্বিক বিষয় খতিয়া দেখলেন এবং কিছু উন্নয়নমূলক কাজকর্মের বিষয় নিয়ে কথা বললেন পূর্বাশার আধিকারিকদের সাথে। মুখ্যমন্ত্রী বলেন, পূর্বাশায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করি। আরবান হাট ও মেলা উদ্দেশ্যে এসএইচজি’দের জন্য স্টল নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হই। এখানে সার্বিক সৌন্দর্যায়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।