আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সর্বদলীয় বৈঠক করছে পুলিশ। উল্লেখ্য, প্রশাসনিক নিয়ম অনুযায়ী বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক অফিসে মঙ্গলবার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, বিশালগড় থানার ওসি বাদল সাহা, বিশ্রামগঞ্জ থানার ওসি বিমল দেবনাথ, মধুপুর থানার ওসি ও বিশালগড় থানার ওসি স্বর্ণলতা দেববর্মা সহ বিশালগড় মহকুমা সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।