রাজ্যে সাড়ে চার বছরে সন্ত্রাসের অভিযোগ তুলে পুলিশের নয়া মহা নির্দেশকের সাথে সাক্ষাৎ করলেন সিপিআইএমের প্রতিনিধি দল। সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, প্রাক্তন মন্ত্রী মানিক দে, পবিত্র কর এবং উপজাতি গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধা চরণ দেববর্মা রাজ্য পুলিশের মহা নির্দেশকের সাথে দেখা করে রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। বিশেষ করে রাজ্যে আইনের শাসনের যে ত্রুটি রয়েছে তা পুলিশের মহা নির্দেশকের নজরে আনা হয়।
বামদের অভিযোগ, প্রতিদিন চলছে লুটপাট, মানুষের কোন নিরাপত্তা নেই। গণতন্ত্র সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। দায়িত্ব পালনের নির্বিকার হয়ে আছে পুলিশ। সাড়ে চার বছরের যে পরিস্থিতি সারা রাজ্যে চলছে তা বিস্তারিত তুলে ধরা হয়েছে বলে জানান প্রাক্তন মন্ত্রী মানিক দে। সবকিছু শোনার পর পুলিশের মহা নির্দেশক আশ্বস্ত করেছেন রাজ্যের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। ডেপুটেশনের পর পুলিশের সদর কার্যালয় থেকে বের হয়ে এমনটাই বললেন তিনি।