বৃহস্পতিবার চারজনকে নেশা সামগ্রী সহ আটক করা হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো একজনকে বৃহস্পতিবার রাতে আটক করে পুলিশ। নাম সানি সাহা, বাড়ি রামঠাকুর সংঘ এলাকায়। সানি যার হয়ে কাজ করে, তার বাড়ি থেকে পনেরশ ইয়াবা ট্যাবলেট সহ একটি পিস্তল ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ। একটি আরটিকা গাড়ি ও আটক করে।যার বাড়ি থেকে থেকে ড্রাগস এবং পিস্তল উদ্ধার হয় তদন্তের স্বার্থে পুলিশ তার নাম প্রকাশ করেনি। কিছুদিনের মধ্যেই আগরতলা শহরের পুরো গ্যাংটাকে জালে তুলবে। জানায় সদর এসডিপিও অজয় কুমার দাস।