পাচারের পথে উত্তর জেলার কাঁঠালতলির দুবাগ এলাকা থেকে দুটো ইকো ভ্যন বোঝাই শুকনো গাঁজা জব্দ করলো কদমতলা পুলিশ, পলাতক পাচারকারিরা!!!
বহিরাজ্যে পাঁচারের পথে বাজারিছড়ার কাঁঠালতলি এলাকার দুবাগ থেকে শুকনো গাঁজা বোঝাই দুটি ইকো ভ্যন গাড়ি আটক করলো অসম-ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানার পুলিশ ৷
এ মর্মে ধর্মনগর থানার SDPO দেবাশীষ সাহা জানান যে, ত্রিপুরা পুলিশের কাছে আগাম খবর ছিলো যে ত্রিপুরা থেকে দুটি বাহনে করে অসমের পথ ধরে বহিরাজ্যে গাঁজা পাচার হবে ৷
এমন গোপন খবরের ভিত্তিতে, বুধবার দুপুর থেকে কদমতলা চুড়াইবাড়ি থানার পুলিশের দুটি দল অসমে প্রবেশের পৃথক পৃথক সড়কে উৎ পেতে বসে থাকে ৷ এতে এদিন সন্ধ্যায় নেশাবিরোধী অভিযানে সাফল্য আসে ৷
এক সময় দুটি ইকো বাহন পুলিশের উপস্থিতি আঁচ করতে পেড়ে রাজ্য সীমান্তের ফাঁড়িপথ ধরে বাজারিছড়া কাঁঠালতলির অভিমুখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পাচারকারিরা, কদমতলা পুলিশ পলায়নরত গাড়ি দুটির পিছু ধাও করে, পরে গাড়ির চালক সহ পাচারকারিরা নিজেদের বিপদ বোঝে গাড়ি দুটি কাঁঠালতলির দুবাগ এলাকায় রেখে পালিয়ে যায় ৷
পরে দুটি গাড়ি নিজেদের জিম্মায় নেয় উত্তর জেলার কদমতলা থানার পুলিশ ৷ শেষে গাড়ি দুটির দরজার লক ভেঙে ভেতরে তল্লাশি করলে বিভিন্ন প্যাকেটে প্রায় ৫০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক ৩০ লক্ষাধিক টাকার মতো হবে ৷
বর্তমানে জব্দকৃত গাড়ি দুটি সূত্র ধরে গাড়ির মালিক সহ চালক ও এতে জড়িতদের পাকরাও করতে পুলিশ তদন্তে নেমেছে ৷