পাচারকালে ৬৭৯ কেজি গাঁজা আটক!!
পাচার কালে আটক ৬৭৯ কেজি শুকনো গাঁজা। ঘটনা, মুঙ্গিয়াকামী থানাধীন চাকমাঘাট শালবাগান এলাকায়। গোপন খবরের ভিত্তিতে চাকমাঘাট শালবাগান এলাকায়,
TR01AA-1822 নম্বরের একটি লরিতে তল্লাশি চালিয়ে লরির গোপন কক্ষ থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ লরির চালককে আটক করে মুঙ্গিয়াকামি থানার পুলিশ।