পাচারকালে চার কুইন্টাল ঊনষাট কেজি গাঁজা উদ্ধার ৷
মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চুড়াইবাড়ি থানা এলাকায় রাজ্য থেকে পাচারের পথে বিপুল পরিমানে শুকনো গাঁজা আটক করলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ৷ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ তিনি নিজে চুড়াইবাড়ি থানার সামনে দাঁড়িয়ে থেকে এন এল ০২ কিউ ৯৪৯৬ নম্বরের একটি দশ চাকার লড়ি আটক করে তাতে তল্লাশি চালান ৷ লড়ির ক্যাপের পেছোনে গোপন কক্ষ থেকে আটচল্লিশ প্যাকেটে মোট চার কুইন্টাল ঊনষাট কেজি শুকনো গাঁজা উদ্ধার করেন ৷ সেই সঙ্গে চালক মনীষ কুমার(সাতাশ) ও সহ চালককে আটক করেন ৷ তাদের উভয়ের বাড়ি বিহারের গয়া জেলার নিমচাক থানা এলাকায় ৷