নারী নেত্রী আক্রান্তের ঘটনার প্রতিবাদে পশ্চিম মহিলা থানা ঘেরাও করলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। বৃহস্পতিবার হাঁপানিয়াতে সিপিআইএমের এক সভায় আক্রান্ত হয়েছিলেন পিয়ালী চৌধুরী নামে এক নারী নেত্রী । বর্তমানে তিনি আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ঝর্ণা দাস বৈদ্য। তিনি বলেন মহিলা পুলিশের কাছে দাবি জানানো হচ্ছে পুলিশ যাতে অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করে। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন ঝর্ণা দাস বৈদ্য। পরবর্তী সময়ে একটি প্রতিনিধি দল সদর মহকুমা পুলিশ আধিকারিক এবং মহিলা থানার ওসির কাছে ডেপুটেশন প্রদান করেন।