শনিবার উত্তর ত্রিপুরা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কদমতলা কুর্তি বিধানসভা অন্তর্গত রানিবাজার গ্রাম পঞ্চায়েত এলাকার পিয়ারাছরা বাজারের নিকট এক সভার আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সম্পাদক আব্দুল হাসিম সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এদিন এই সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেছেন, “আমার চিরবিশ্বাস যে, তৃণমূল কংগ্রেস কর্মীরা পরিশ্রম করছে । আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সম্মুখে এসেছি, আপনাদের সমর্থন চাইতে। আমি বলতে বাধ্য হচ্ছি যে, ২০১৮ সালে বিজেপি নির্বাচনের আগে ত্রিপুরায় মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তারা একটাও পালন করেনি। এই বিজেপি মিথ্যার দল। ত্রিপুরা রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসা দিয়েছে ও আশীর্বাদ করেছে, এবং আমি বলবো বিজেপিকে হারাতে হলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রকল্প ত্রিপুরায় আনতে চাই।”