আমাদের ত্রিপুরা রাজ্যের পর্যটনকে নতুন উচ্চতার শিখরে পৌঁছে দিতে আমাদের নির্দিষ্ট গন্ডীর বাইরে বেরিয়ে চিন্তা করতে হবে ও সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে। পর্যটন ক্ষেত্রগুলির বিকাশের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রতিটি আকর্ষণীয় পর্যটন ক্ষেত্রগুলি আমাদের নিজেদের রাজস্ব অর্জনে মডেল হিসেবে গড়ে তুলে আমাদের আত্মনির্ভর করতে পারে। রাজধানী আগরতলার প্যালেস কম্পাউন্ডস্থিত ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেড কর্পোরেশনের কার্যালয়ের কনফারেন্স হলঘরে পর্যটন দপ্তরের সকল স্তরের কর্মচারী ও উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে আয়োজিত বৈঠকে একথা বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।