রাজ্যের পর্যটন ক্ষেত্রকে ঢেলে সাজানোর জন্য দায়িত্ব নেবার পরেই কাজে লেগে পড়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী । শুক্রবার পর্যটন দপ্তরে, দপ্তরের সচিব এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে এক বিশেষ বৈঠকে মিলিত হন তিনি ।
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন পর্যটন ক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে রাজ্যের নাম উজ্জ্বল করার জন্য বিশেষভাবে কাজ করেছে চলেছে রাজ্য সরকার। সেদিক দিয়ে রাজ্যের পর্যটন ক্ষেত্রকে আরো এগিয়ে নিয়ে যাবার জন্য রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার বিশেষভাবে কাজ করে চলছেন । পাশাপাশি তিনি আর বললেন পর্যটন দপ্তরে আরো বেশি নিয়োগ কিভাবে করা যায় সেই দিকেও রাজ্য সরকার নজর রেখে চলেছেন ।