বৃহস্পতিবার ২৭ এপ্রিল,’যারা ফাউন্ডেশন’ নিবেদিত ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের সহযোগিতায় ‘ভারত-বাংলা বৈশাখি উৎসব’ *পর্বনে পর্বনে বৈশাখ* লোক সংস্কৃতির ভাবধায়ায় একটি বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় ৷ এই শোভাযাত্রা শুরু হয় সকাল ৮টা নাগাদ। এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন এর সামনে থেকে ৷ এদিন উপস্থিত ছিলেন আগরতলার পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরো বিশিষ্টজনেরা ৷