*পরিচ্ছন্নতাই হোক ভবিষ্যত, নতুন ভারতের অঙ্গীকার স্বচ্ছ ভারত মিশন*
সোমবার ২৩শে এপ্রিল সকালে ধর্মনগর পুর পরিষদ এর উদ্যোগে সাফাই অভিযান এবং বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয় ৷
এদিন ধর্মনগর পুর পরিষদ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয় এবং পরবর্তিতে ধর্মনগর কালী দীঘির পাড়ে সাফাই অভিযান কর্মসূচী পালন করা হয় ৷ এদিন এই দুটি কর্মসূচীতেই অংশগ্রহন করেছিলেন ধর্মনগর মহকুমা শাসক সুমিত কুমার পান্ডে,ধর্মনগর পুর পরিষদ চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, ভাইস চেয়াম্যান মঞ্জু নাথ সহ পুর পরিষদের সকল কাউন্সিলর ও কর্মীবৃন্দ ৷ এইদিনের বৃক্ষ রোপন ও সাফাই অভিযান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন মহকুমা শাসক সুমিত কুমার পান্ডে ৷