বিজেপি দলের বিধায়ক পদ থেকে পদত্যগ করলেন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল। বুধবার পদত্যগ পত্র স্পীকারের কাছে জমা দেন তিনি। স্পীকার বাইরে থাকার কারনে সেক্রেটারি এর কাছে পদত্যগ পত্র জমা দেন। ব্যক্তিগত কারন দেখিয়ে পদত্যগ করলেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সরকারের কাজের প্রশংসা করেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে বলেন, বিজেপি ভালোই কাজ করছে কিন্তু শেষ পর্যন্ত আমি থাকতে পারলাম না। কিন্তু পরক্ষনেই আবার বলেন নিশ্চয় ভালো কাজ করেছে কিন্তু আমার মনের মত হয়নি।তাই আমি সরে গেছি। আগামী দিনে কোন রাজনৈতিক দলে যোগদান করবেন সেই নিয়ে কিছু বলতে চাননি তিনি।