“কার্য্যক্রম, কার্য্যকর্তা, কার্য্যকারিনী, কার্য্যালয় ও কার্য্যভার”. এই পঞ্চ ‘ক’ ভারতীয় জনতা পার্টির সংগঠনের অন্যতম মুল ভিত্তি। বিজেপি খোয়াই জেলা কার্য্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার সকালে খোয়াই সফরে যান মুখ্যমন্ত্রী। প্রথমেই জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করেন তিনি। সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী বলেন, আমার বিশ্বাস এই জেলার দলীয় সংগঠনকে শক্তিশালী করতে এই কার্য্যালয় বিশেষ ভুমিকা গ্রহন করবে।