পঞ্চায়েত সদস্যের ছেলেকে গন ধোলাই গ্রামবাসীর ! !
চোর সন্দেহে পঞ্চায়েত সদস্যের ছেলেকে গন ধোলাই দিল গ্রামবাসী ৷ ঘটনা সোমবার রাতে মধুপুর থানার অন্তর্গত পাথারিয়াদ্বার এলাকায় ৷
ঘটনার বিবরণে জানা যায়, পাথারিয়াদ্বার এলাকার বাসিন্দা বিল্লাল মিঞার বাড়িতে সম্প্রতি চুরির ঘটনা ঘটে ৷ তারপর থেকে এলাকার লোকজন ওত পেতে বসে ৷
সোমবার রাতে খামারহাটি পঞ্চায়েতের মেম্বার যোগেশ চৌধুরীর ছেলে সুরজিত চৌধুরী পাথারিয়াদ্বার এলাকায় গেলে এলাকার লোকজন চোর সন্দেহে তাকে আটক করে গন ধোলাই দেয় ৷ ঘটনার খবর পেয়ে মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ৷ এবং সুরজিতকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ৷ মধুপুর থানার এক পুলিশ অফিসার জানান রাতের বেলায় ধৃত সুরজিত চৌধুরী মদমত্ত অবস্থায় ছিল ৷ অতিরিক্ত মদ্যপানের ফলে সে কথা বলতে পারছিল না ৷ এলাকায় একটি চুরির ঘটনা ঘটেছিল ৷ এলাকাবাসীদের সন্দেহ সুরজিত সেই চুরির ঘটনার সাথে যুক্ত ৷