একেবারে ন্যুনতম খরচে বাংলাদেশ ভ্রমনের সুযোগ করে দিলো শ্যামলী এন আর ট্রাভেলস। সার্বিক সহযোগিতায় বাংলাদেশ সহকারী হাইকমিশন ও বিআরটিসি। প্রথমবারের মতো এই ভ্রমণ যাত্রার আনুষ্ঠানিক সূচনা হলো সোমবার। এদিন মোট ৩৮ জন যাত্রীকে নিয়ে প্রথমবারের মতো কৃঞ্চনগর টিআরটিসি ডিপো থেকে শ্যামলী বাস রওনা দিয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে। ১৪ হাজার টাকার বিনিময়ে বাংলাদেশে ছয় দিনের ভ্রমণের সুযোগ করে দেওয়ায় যাত্রীরাও খুশি। ভ্রমণ যাত্রার সূচনা লগ্নে যাত্রীদের হাতে ফুল তুলে দেন টিআরটিসির চেয়ারম্যান অভিজিৎ দেব ও আগরতলাস্হিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহম্মদ।