ক্রীড়া দপ্তর কর্তৃক আয়োজিত খেলো_ত্রিপুরা_সুস্থ_ত্রিপুরা অভিযানের অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপস্থিতিতে রাজধানী আগরতলার উমাকান্ত ময়দান থেকে নেশা মুক্ত ত্রিপুরা র্যালি অনুষ্ঠিত হয়। রেলীতে পা মেলান মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ অনান্যরা। র্যালিটি উমাকান্ত ময়দান থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে স্বামী বিবেকানন্দ ময়দানে এসে পৌঁছায়