নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য পেল পুলিশ। সোমবার রাতে পশ্চিম থানার ওসি জয়ন্ত দে ও বটতলা ফাঁড়ির ওসির নেতৃত্বে বটতলা ব্রিজ এলাকা থেকে প্রচুর পরিমানে ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য ২৫ হাজার টাকা বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের গ্রেফতার করে পশ্চিম থানায় নিয়ে আসে। মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলনে একথা জানালেন সদর এস ডি পিও অজয় কুমার দাস। ধৃতদের আজ আদালতে তোলা হয়।