নেশা কারবারি ও নেশাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশ ফাঁড়িতে মহিলাদের ডেপুটেশন ! !
নেশা কারবারি ও নেশাখোরদের বিরুদ্ধে কোঠর ব্যবস্থা গ্রহণের দাবিতে রামনগর পুলিশ পার্টিতে ডেপুটেশন ও শ্মারকলিপি প্রদান করেছে মহিলা সংগ্রাম সমিতি ৷ ভয়ঙ্কর নেশার কবলে হাবুডুবু খাচ্ছে যুবসমাজ ৷ গুরুতর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে সমাজ ব্যবস্থা ৷
ফলশ্রুতিতে সমাজে অশান্তি বৃদ্ধি পাচ্ছে ৷ নেশাখোররা নেশার টাকায় যোগান নিশ্চিত করতে চুরি ছিনতাই সহ নানা অসামাজিক কাজ কর্মে জড়িয়ে পড়তে শুরু করেছে ৷ দিনভর কাজ করে যে অর্থ কামাই করে তার সিংহভাগই নেশার জন্য খরচ করে খালি হাতে ঘরে ফিরছে শ্রমিকরা ৷ ফলে উনুনে হাড়ি চড়ানো কষ্টকর হয়ে উঠেছে ৷
ফলশ্রুতিতে গার্হস্ত হিংসার ঘটনাও বৃদ্ধি পাচ্ছে ৷
সমাজব্যবস্থাকে সঠিক পথে পরিচালিত করতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে মহিলা সংগ্রাম সমিতি ৷
সংগঠনের এক প্রতিনিধি দল সোমবার রাজধানী আগরতলা শহরের রামনগর পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন ও শ্মারকলিপি প্রদান করেছেন ৷ ডেপুটেশন ও শ্মারকলিপি প্রদানকালে মহিলা সংগ্রাম সমিতির নেত্রীরা অভিযোগ করেন প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি বাড়িতে বাড়িতে নেশায় আসক্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে ৷
তাঁতে একদিকে যেমন পারিবারিক অশান্তি বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনিই সমাজে অশান্তির বাতাবরণ সৃষ্টি হচ্ছে ৷ উদ্ভুত পরিস্থিতিতে পুলিশ প্রশাসন নেশাখোর ও নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করলে সমাজে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব ৷ সেই লক্ষ্যকে সামনে রেখেই রামনগর পুলিশ ফাঁড়িতে এই ডেপুটেশন ও শ্মারকলিপি প্রদান করা হয় ৷