নেশা এখন মারাত্মক আঁকার ধারন করছে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বের রাজ্য গুলোতে। নেশার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে যুব সমাজ । নেশার কবল থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের ডিজিপি, আইজিপি এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নিরাপত্তা সংস্থার আধিকারিকদের নিয়ে ২৭ তম কনফারেন্স। মঙ্গলবার রাজধানীর প্রজ্ঞা ভবনে দুই দিনের এই কনফারেন্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা । উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা।