রামনগর এলাকার দীর্ঘদিনের জলের সমস্যার সমাধানে বড় পদক্ষেপ। রাজধানীর বাণী বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গণে নির্মিত হতে চলেছে ওভারহেড জলের ট্যাংক, যা যুক্ত থাকবে নতুন জল শোধনাগার প্রকল্পের সঙ্গে। বুধবার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জল বোর্ড ও পুরনিগমের আধিকারিকরা। মেয়র জানান—প্রায় ২২ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়িত হলে রামনগর ও আশপাশ মিলিয়ে প্রায় ২৭০০ পরিবার জল সংযোগের সুবিধা পাবে। দ্রুত কাজ শেষ করে এলাকার বাসিন্দাদের পানীয় জলের কষ্ট দূর করাই সরকারের লক্ষ্য। 18/12/2025
পঞ্চম দিনে হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে জমজমাট কুড়িতম আঞ্চলিক সরস মেলা। এদিন মেলা প্রাঙ্গণ পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। বিভিন্ন স্টল ঘুরে স্ব–সহায়ক দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। ত্রিপুরা গ্রামীণ জিবীকা মিশন সূত্রে জানা গেছে, প্রথম তিন দিনে মেলায় বিক্রি হয়েছে ২ কোটি ৭৪ লক্ষ টাকার সামগ্রী—প্রতিদিন প্রায় ৯০ থেকে ৯২ লক্ষ টাকার ব্যবসা হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক অরূপ দেব, টিআরএলএম-এর সিইও তড়িৎ কান্তি চাকমা ও অতিরিক্ত সিইও সুব্রত মজুমদার। আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে সরস মেলা। 18/12/2025