নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে মনোনয়ন পর্ব শেষের দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে গুলিবিদ্ধ হয়ে নিহত অনেকে।এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ১৫ই জুন বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে পঞ্চায়েত ভোট গ্রহণ করানোর। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সব জেলায় ভোট গ্রহণের জন্য কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যাতে আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হয় তার নির্দেশ দেন।