নির্বাচনোত্তর সন্ত্রাসের কারনে ৩১টি পরিবারের লোকজন বাড়িছাড়া ৷ তাদেরকে আবারও অবিলম্বে বাড়িতে ফিড়িয়ে নেওয়ার দাবিতে শনিবার পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভে নামলো বামফ্রন্ট ৷
নির্বাচনোত্তর সন্ত্রাসে স্বামীবিবেকানন্দ আবাসন এবং গরখাবস্তি এলাকায় ঘরছাড়া ৩১টি পরিবার ৷ অবিলম্বে তাদের বাড়ি ফেড়ানোর দাবিতে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে পুলিশ হেডকোয়ার্টারের সামনে এক বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয় ৷
মূলত নির্বাচনোত্তর সন্ত্রাসের কারনে ৩১টি পরিবারের লোকজনেরা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন ৷ তার পাশাপাশি স্বামী বিবেকানন্দ আবাসনেও একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো ৷ তার পরবর্তিতে দাঁড়িয়ে রাজ্যের মানুষ থেকে ধরে সকলের মধ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে যে ভয়ভীতি রয়েছে সেটা কাঁটিয়ে উঠতে পারেননি কেউই ৷ যার কারনে এবারে পুলিশ হেডকোর্টারের সামনে বিক্ষোভে নামতে হল সিপিআইএম সদর জেলা কমিটিকে ৷